সোল্ডারিং আয়রন কি ও কিভাবে কাজ করে?
সোল্ডারিং আয়রন বা তাতাল, ইলেক্ট্রিনিক্স বা ইলেক্ট্রিক্যাল কম্পোনেন্টস নিয়ে কাজ করতে গিয়ে ব্যাবহার্য একটি অতি প্রয়োজনীয় জিনিস। এর ব্যাবহার ছাড়া এ ধরনের কাজগুলো অসম্ভব বটে। কিন্ত এই সোল্ডারিং আয়রন আসলে কি? কিভাবে কাজ করে এর প্রকারভেদ কি আমরা জানি? তবে একনজরে সোল্ডারিং আয়রন বা তাতাল এর খুটিনাটি পরখ করে দেখা যাক।
Tanvir Hossain
Writer
PUBLISHED ONMar 10, 2024
সোল্ডারিং আয়রন বা তাতাল, ইলেক্ট্রিনিক্স বা ইলেক্ট্রিক্যাল কম্পোনেন্টস নিয়ে কাজ করতে গিয়ে ব্যাবহার্য একটি অতি প্রয়োজনীয় জিনিস। এর ব্যাবহার ছাড়া এ ধরনের কাজগুলো অসম্ভব বটে। কিন্ত এই সোল্ডারিং আয়রন আসলে কি? কিভাবে কাজ করে এর প্রকারভেদ কি আমরা জানি? তবে একনজরে সোল্ডারিং আয়রন বা তাতাল এর খুটিনাটি পরখ করে দেখা যাক।
সোল্ডারিং আয়রন কি
সোল্ডারিং আয়রন মূলত একটি হার্ডওয়্যার যন্ত্র যার সামনের দিকে থাকে একটি লোহা বা সিলভার এর টিপ( বিট) এবং ধরার জন্য থাকে একটি ইনসুলেটেড হ্যান্ডেল। এর সাহায্যে দুটি তার জোড়া দেয়ার জন্য ঝালাই করা যায়। এই ঝালাই করার জন্য সোল্ডারিং আয়রন বা তাতাল এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয় এবং এতে টিপ বা বিট গরম হয় যা দিয়ে ঝালাই করা যায়। সোল্ডারিং আয়রন সর্বোচ্চ ২০০-৪৮০° সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করতে পারে।
সোল্ডারিং আয়রন এর ইতিহাস
যদিও সোল্ডারিং আয়রনকে ডিজিটাল পৃথিবীর আবিষ্কার মনে হতে পারে তবে ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীণ মিশরীয় সভ্যতায় জুয়েলারি জিনিসপত্র জোড়া দেয়ার কাজে সোল্ডারিং আয়রন এর নীতি এর মতো প্রযুক্তি ব্যাবহার হতো। এরপর বা আজ থেকে ৪০০০ বছর পূর্বে টিন আবিষ্কার হওয়ার পর থেকে টিন ব্যাবহার করে জুয়েলারি জোড়া দেয়ার কাজ করা হতো। এরপর মিশরীয় দের পর তা ছড়ায় মূলত রোমান সভ্যতায় এবং অবাক করার মতো ব্যাপার যে তখনকার সময়ে এ ঝালাই প্রযুক্তি ব্যাবহার করে রোমানিয়রা প্রায় ৪০০ কিলোমিটার লম্বা পাইপ জোড়া দিয়েছিলো পানি প্রবাহের জন্য। তারপর হাজারো বছর পর বিদ্যুৎ আবিষ্কার এর পরে প্রথম ইলেক্ট্রিক্যাল সোল্ডারিং আয়রন বাজারে আনে অ্যামেরিকান ইলেক্ট্রিক্যাল হিটার কোম্পানি ১৮৯৮ সালে।
সোল্ডারিং আয়রন কিভাবে কাজ করে?
কাজের ধরন উপর ভিত্তি করে সোল্ডারিং আয়রন অনেক ধরনের ব্যাবহার হয়ে থাকে। কিন্ত ছোট / বড় কিংবা অনেক তাপউৎপন্নকারী সোল্ডারিং আয়রন, সকলেরই কার্যপ্রক্রীয়া একই রকম। তবে তাতাল বা সোল্ডার আয়রন কিভাবে কাজ করে? চলুন জেনে নেয়া যাক।
সোল্ডারিং আয়রন কিভাবে কাজ করে তার আগে ভালোভাবে Soldering Iron এর গঠন এর দিকে নজর দেয়া যাক। একটি সোল্ডারিং আয়রনের মূলত চারটি প্রধান অংশ থাকে- একটি টিপ বা বিট, টিপ বা বিটকে গরম করার জন্য উচ্চরোধবিশিষ্ট আয়রন, ধরার জন্য হাতল বা বিদ্যুৎ অপরিবাহী অংশ এবং বিদ্যুৎ সোর্স। মূলত তাপ উৎপন্নকারী অংশই সোল্ডারিং আয়রন এর প্রাণ। এই অংশটি মূলত নাইক্রোম বা কপার দিয়ে তৈরি করা হয়ে থাকে। যখন বৈদ্যুতিক সোর্স থেকে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এই অংশটি গরম হয়। এই গরম হওয়া অংশটির উপর থাকে টিপ বা বিট। এটি মূলত উচ্চ প্রবাহমাত্রাবিশিষ্ট হয়ে থাকে( কপার বা আয়রন)। এই টিপ সোল্ডারিং আয়রনভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে।
কীভাবে কাজ করে?
যখন এই টিপ গরম হয় তখন যে জায়গায় জোড়া দেয়া হবে সে জায়গাকে গরম করা হয় এর সাহায্যে। তখন এই গরম সোল্ডারিং আয়রন এর টিপ, সংযোগ দিতে চাওয়া তার এর মধ্যে সোল্ডারিং লেড(সোল্ডারিং লিড) বা রাং এর সংযোগ করা হয়। এই লেড বা রাং নিম্ন গলনাংকবিশিষ্ট হয়, ফলে তা গলে যায়। এ গলিত অবস্থায় সোল্ডারিং আয়রনকে সরিয়ে নিলে সংযোগকৃত জায়গাটি ঠান্ডা হয় এবং জোড়া লেগে থাকে।
বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন
সোল্ডারিং আয়রনকে হয়ত সবচেয়ে বহুল ব্যাবহৃত ইলেক্ট্রনিক সরঞ্জাম বলা যেতে পারে। কারন প্রায় সব স্তরের ইলেক্ট্রিক কাজ করার জন্যই এই সোল্ডারিং আয়রন ব্যাবহার করা হয়। সেহেতু সবস্তরের লোকজনই এই সোল্ডারিং আওয়রন ব্যাবহার করে তাই এর দাম এবং কার্যক্ষমতায় ও ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে সোল্ডারিং আয়রনকে নিম্নোক্ত কয়েকটি ভাগে বিভক্ত করা সম্ভব। তবে, সোল্ডারিং আয়রন কত প্রকার?
১. গ্যাস দিয়ে চালানো সোল্ডারিং আয়রন
এ ধরনের সোল্ডারিং আয়রন বাকি সব সোল্ডারিং আয়রন থেকে ভিন্ন, কারন এই সোল্ডারিং আয়রনে বিদ্যুৎ এর বদলে গ্যাস ব্যাবহার করা হয় ঝালাই করার জন্য। কিছুক্ষেত্রে গ্যাস এর তৈরি শিখা দিয়ে সরাসরি টিপ বা বিট গরম করার মাধ্যমে এই সোল্ডারিং আয়রন ব্যাবহার করা হয়। এ ধরনের আয়রন অতি দ্রুত গরম হতে পারে এবং এরা আউটপুটে প্রায় ২৫-১২৫ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। কিন্ত এ ধরনের সোল্ডারিং আয়রন এর প্রধান সমস্যা হলো নিরাপত্তা। যেহেতু গ্যাস দিয়ে গরম করতে হয় এবং এই গরম বস্তু সিলিন্ডার এর পাশে রেখেই কাজ করতে হয় তাই বৈদ্যুতিক সোল্ডারিং আয়রন এর থেকে গ্যাস দিয়ে চালানো সোল্ডারিং আয়রন বিপদজনক।
২. বৈদ্যুতিক সোল্ডারিং আয়রন
রেগুলেটর বিহীন সাধারন সোল্ডারিং আয়রন
সোল্ডার করা শিখতে চাওয়া বা একেবারেই বাজেট বিবেচনায় এই ধরনের সোল্ডারিং আয়রন ব্যাবহার করা হয়। এ ধরনের সাধারন সোল্ডারিং আয়রন ৫-৩০ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে এবং প্রায়শই এদের মধ্যে একটি ছোট বাল্ব থাকে যা বিদ্যুৎ এর প্রবাহ নির্দেশ করে। এ ধরনের সোল্ডারিং আয়রন এর সবচেয়ে বড় সুবিধা হলো এদের দাম কম হয় এবং কাজ চলে যায়।
সাধারন রেগুলেটরসহ সোল্ডারিং আয়রন
এরা মূলত রেগুলেটরবিহীন থেকে এক ধাপ উন্নত বলা চলে। এদের মধ্যে একটি রেগুলেটর থাকে যার সাহায্য নিয়ে বিদ্যুৎ এর প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় যা মূলত টিপ বা বিটকে কম বা বেশি গরম হওয়া নিস্চিত করে।
রেগুলেটর সহ সোল্ডারিং স্টেশন
এই শ্রেনীর সোল্ডারিং আয়রনকে সব ধরনের প্রফেশনাল কর্মক্ষেত্রে দেখা যায়। এদের একটি কন্ট্রোলার থাকে এবং একটি সোল্ডারিং আয়রন এতে যুক্ত থাকে। এই ধরনের সোল্ডারিং আয়রন এর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এবং এরা প্রায় ১০-৩০০ ওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে।
সোল্ডারিং আয়রন এর দাম কত?
সোল্ডারিং আয়রন দাম নির্ধারন হয় এর ধরন এর উপর নির্ভর করে। বাংলাদেশ এর ছোট ছোট ইলেক্ট্রিক্যাল পন্য রিপেয়ার এর দোকান থেকে শুরু করে প্রায় সব ধরনের ইলেকট্রনিকস পন্যের দোকানে সোল্ডারিং আয়রন পাওয়া যায়। বিভিন্ন ভেদে একটি সাধারন সোল্ডারিং আয়রন এর দাম ১৫০-৩০০ টাকা হয়ে থাকে। তবে চাইলে উয়ারো উন্নতমানের সোল্ডারিং আয়রন কিনা যেতে পারে যার দাম ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।
Buy Soldering Iron From here.
Share
More Blog Articles
Mar 04, 2024
রোবট এবং রোবটিক্স : বিস্ময়কর এক যান্ত্রিক রাজ্য
রোবটিক্স যদিও একটি শব্দ, কিন্ত কখনো কি চিন্তা করেছেন ছোট একটি শব্দে কত বিশাল একটি যান্ত্রিক পৃথিবী লুকিয়ে আছে! রোবটিক্স শব্দটি শোনলেই আমাদের মনের ভেতর একটা অন্য রকম অনুভূতি তৈরি হয়।
READ MORE
Mar 03, 2024
মডেম এর আদ্যোপান্ত
মডেম এর প্রধান কাজ তথ্য কে ডিজিটাল ও এনালগ সিগনাল এ রুপান্তর করা। এরা একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশন করতে পারে। মডেম মূলত একই সাথে বিভিন্ন চ্যানেল এ যুক্ত ডিভাইস সমূহে তথ্য প্রেরন করতে পারে।
READ MORE
Mar 05, 2024
ডায়োড : ডিজিটাল প্রযুক্তির ভিত্তি
ডায়োড মূলত ছোট আকারের বৈদ্যুতিক একটি যন্ত্র। এদের ব্যাবহার করা হয় বিপরীতমুখী তড়িৎ প্রবাহ রোধ এর জন্য। ডায়োড এর একপ্রান্ত নিম্ন রোধ ও অন্য প্রান্ত উচ্চ রোধ বিশিষ্ট হয়।
READ MORE