এম্পলিফায়ার কী?
এম্পলিফায়ার মূলত একটি ইলেক্ট্রিক্যাল যন্ত্র যা দিয়ে কোন একটি উৎসের ভোল্টেজ, কারেন্ট বা সিগন্যালকে বিবর্ধিত করা যায়। সুতরাং এম্পলিফায়ার কি এই প্রশ্নের সহজ উত্তর হলো, এম্পলিফায়ার বিবর্ধক। এম্পলিফায়ার কি এ প্রশ্নের উত্তর থেকে এম্পলিফায়ার কি কাজে ব্যাবহার হয় এই ধারনাও পাওয়া যায়।
Tanvir Hossain
Writer
PUBLISHED ONMar 13, 2024
কোন একটি ডিভাইস থেকে প্রাপ্ত সিগন্যালকে বাড়ানো প্রয়োজন, এক্ষেত্রে কোন একটি ইলেকট্রনিকস যন্ত্রের অবশ্যই প্রয়োজন। তবে তা কি হতে পারে? হ্যা, অ্যাম্পলিফায়ার এক্ষেত্রে একটি সঠিক এবং সহজলভ্য ইলেকট্রনিকস যন্ত্র। তবেঃ
এম্পলিফায়ার কী?
এম্পলিফায়ার মূলত একটি ইলেক্ট্রিক্যাল যন্ত্র যা দিয়ে কোন একটি উৎসের ভোল্টেজ, কারেন্ট বা সিগন্যালকে বিবর্ধিত করা যায়। সুতরাং এম্পলিফায়ার কি এই প্রশ্নের সহজ উত্তর হলো, এম্পলিফায়ার বিবর্ধক। এম্পলিফায়ার কি এ প্রশ্নের উত্তর থেকে এম্পলিফায়ার কি কাজে ব্যাবহার হয় এই ধারনাও পাওয়া যায়। এম্পলিফায়ার সাধারনত ব্যাবহার করা হয় তারবিহীন যোগাযোগব্যাবস্থা, লাইভ ব্রডকাস্ট এবং বিভিন্ন মিউজিক সরঞ্জামে এবং এম্পলিফায়ার ব্যাবহার এর মাধ্যমে উক্ত সরঞ্জামাদির সিগন্যাল বাড়ানো বা কমানোর কাজ করা হয়ে থাকে।
এম্পলিফায়ার এর প্রকারভেদ
যদিও এম্পলিফায়ারকে মাঝে মাঝে ইনপুট এবং আউটপুট সিগন্যাল এর বিবর্ধন ক্ষমতা এর উপর ভিত্তি করে ভাগ করা হয়, আমরা এম্পলিফায়ারকে তাদের কাজ করার ধরন এর উপর ভিত্তি করে কয়েকটি আলাদা ভাগে ভাগ করতে পারি।
- পাওয়ার এম্পলিফায়ারঃ এটি মূলত এম্পলিফায়ার এর একটি সাধারন ঘরনাকে বুঝায়। এই পাওয়ার এম্পলিফায়ার ব্যাবহার হতে দেখা যায় কোন সার্কিট এর একেবারে শেষভাগে। এ ধরনের এম্পলিফায়ার এর উদাহরন হিসেবে অডিও এপ্লিফায়ার, সার্ভো মটর কন্ট্রোলার, আর এর (RF) পাওয়ার এম্পলিফায়ার ইত্যাদির দিকে লক্ষ করা যায়।
- অপারেশনাল এম্পলিফায়ারঃ একটি প্রয়োজনীয় ও গুরত্বপূর্ণ এম্পলিফায়ার এর ধরন। অপারেশনাল এম্পলিফায়ার সার্কিটে সবসময়ই যুক্ত করা থাকে এবং একটি ভোল্টেজ এম্পলিফায়ার এর মতো কাজ করে। এতে পজেটিভ এবং নেগেটিভ ভোল্টেজ প্রবাহ ইনপুট হিসেবে দিলে আউটপুটে অতি উচ্চমানের ভোল্টেজ প্রবাহ পাওয়া যায় যাকে ভোল্টেজ গেইন বলা হয়।
- ভাল্ভ বা ভ্যাকুয়াম টিউব এম্পলিফায়ারঃ এমন এক ধরনের এম্পলিফায়ার বা বিবর্ধক যার নকশা করা হয় ভ্যাকুয়াম টিউব ব্যাবহার এর মাধ্যমে কোন উৎসকে ইনপুট হিসেবে নিয়ে আউটপুটে উচ্চমান সিগন্যাল প্রদান করতে। এটি মূলত একটি ভাল্ভ টাইপ এম্পলিফায়ার এটি। খরচ কম এবং কার্যদক্ষতা বেশি হওয়ায় এখন ও এই ধরনের বিবর্ধক অনেক বেশি ব্যাবহার হতে দেখা যায়। এদের মূলত রাডার, উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও এবং অধিক দুরত্বের ট্রান্সমিশন সিস্টেমে ব্যাবহার করা হয়।
- ট্রান্সিস্টর এম্পলিফায়ারঃ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাছে বহুল পরিচিত একটি এম্পলিফায়ার যা অন্যান্য শ্রেণি বা পেশার মানুষের কাছেও পরিচিত। এ ধরনের এম্পলিফায়ার উচ্চমানের আউটপুট তৈরি করতে পারে। এদের মধ্যে বাইপোলার ট্রান্সিস্টর এবং মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড( মসফেট)নীতি দেখা যায়।
তাছাড়াও এম্পলিফায়ারকে ইনপুট এবং আউটপুট এর বিবর্ধন ক্ষমতার উপর ভিত্তি করে সাধারনত চারটি ভাগে ভাগ করা যায়।
- কারেন্ট এম্পলিফায়ারঃ এরা ইনপুট এ প্রাপ্ত কারেন্ট এর প্রবাহকে বিবর্ধন করে আউটপুটে উচ্চমানের কারেন্ট প্রবাহ প্রদান করতে পারে৷
- ভোল্টেজ এম্পলিফায়ারঃ এরা কোন সার্কিটের ভোল্টেজ বিবর্ধন করে, অর্থাৎ কম মানের ভোল্টেজ প্রদান করা হলে আউটপুট হিসেবে সেই ভোল্টেজ এর পরিমান বৃদ্ধি করাতে পারে।
- ট্রান্সকন্ডাক্টেন্স এম্পলিফায়ারঃ এরা আউটপুট কারেন্টকে ইনপুট ভোল্টেজ এর উপর ভিত্তি করে পরিবর্তন করতে পারে।
- ট্রান্সরেসিস্টেন্স এম্পলিফায়ারঃ এরা আউটপুট ভোল্টেজকে পরিবর্তন করতে পারে ইনপুট কারেন্ট এর প্রবাহের উপর ভিত্তি করে। এদেরকে কারেন্ট-ভোল্টেজ কনভার্টার বলা হয়ে থাকে।
আমরা যখনই এম্পলিফায়ার নিয়ে কথা বলছি ঠিক তখনি ট্রানজিস্টর নিয়ে কথা হচ্ছে। তবে
ট্রানজিস্টর কি
ট্রানজিস্টর মূলত এক ধরনের সেমিকন্ডাক্টর যা কোন সিগন্যাল কে বিবর্ধন করতে পারে বা এই সিগন্যালকে কোন শক্তির উৎসতে রূপান্তর করতে পারে। অর্থাৎ একটি ট্রানজিস্টর মূলত একটি এম্পলিফায়ার।
এম্পলিফায়ার কিভাবে কাজ করে
আমরা জেনেছি এম্পলিফায়ার মূলত একটি বিবর্ধক বা পরিবর্তনকারী ডিভাইস যা সিগন্যাল এর বিবর্ধন বা পরিবর্তন করে। এম্পলিফায়ার কোন একটি সোর্স থেকে সিগন্যাল পায় তখন তা ট্রানজিস্টর শনাক্ত করে গ্রহন করে। ট্রনজিসটর একটি ভালভ এর মতো কাজ করে এবং ঐ সার্কিট এর মধ্যে একক সময়ে পরিবাহিত ইলেক্ট্রিক প্রবাহগুলোর হিসাবনিকাশ করে। এক্ষেত্রে যদি উচ্চমাত্রায় ইনপুট প্রবাহ হয় তবে ট্রানজিস্টর সেই সিগন্যালকে আরো বেশি মাত্রায় বিবর্ধন করতে পারে৷ এরপর আউটপুট এর জন্য আগে থেকেই ট্রানজিসটর এ একটি লিমিটেশন সেভ করা থাকে যা অনুযায়ী এম্পলিফায়ার আউটপুট প্রদান করে।
Share
More Blog Articles
Mar 04, 2024
রোবট এবং রোবটিক্স : বিস্ময়কর এক যান্ত্রিক রাজ্য
রোবটিক্স যদিও একটি শব্দ, কিন্ত কখনো কি চিন্তা করেছেন ছোট একটি শব্দে কত বিশাল একটি যান্ত্রিক পৃথিবী লুকিয়ে আছে! রোবটিক্স শব্দটি শোনলেই আমাদের মনের ভেতর একটা অন্য রকম অনুভূতি তৈরি হয়।
READ MORE
Mar 03, 2024
মডেম এর আদ্যোপান্ত
মডেম এর প্রধান কাজ তথ্য কে ডিজিটাল ও এনালগ সিগনাল এ রুপান্তর করা। এরা একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশন করতে পারে। মডেম মূলত একই সাথে বিভিন্ন চ্যানেল এ যুক্ত ডিভাইস সমূহে তথ্য প্রেরন করতে পারে।
READ MORE
Mar 05, 2024
ডায়োড : ডিজিটাল প্রযুক্তির ভিত্তি
ডায়োড মূলত ছোট আকারের বৈদ্যুতিক একটি যন্ত্র। এদের ব্যাবহার করা হয় বিপরীতমুখী তড়িৎ প্রবাহ রোধ এর জন্য। ডায়োড এর একপ্রান্ত নিম্ন রোধ ও অন্য প্রান্ত উচ্চ রোধ বিশিষ্ট হয়।
READ MORE