অপারেটিং সিস্টেম কি?
অপারেটিং সিস্টেম বলতে বুঝায় এমন সফটওয়্যারকে, যা একটি কম্পিউটারকে মানুষের নির্দেশনা বুঝতে সহায়তা করে এবং কম্পিউটার সে অনুযায়ী আউটপুট দেয়। তাছাড়াও কম্পিউটার এর মেমোরি, প্রসেসর এবং অন্যান্য সফটওয়্যারকে পরিচালনা করাও অপারেটিং সিস্টেম এর কাজ।
Tanvir Hossain
Writer
PUBLISHED ONMar 11, 2024
আমাদের জীবনের সাথে ওতপ্রতভাবে কম্পিউটার নামক শব্দটি জড়িয়ে আছে। আমরা এ কম্পিউটার ব্যাবহার করি যাতে আমাদের নির্দেশনা অনুযায়ী ঐ কাজ সহজভাবে এবং কম সময়ে করে দিতে পারে। কিন্ত কম্পিউটার তো আমাদের মুখের ভাষা বা অঙ্গভঙ্গি বুঝে না! এই জায়গায়ই আসে অপারেটিং সিস্টেমের কাজ। তাহলে
অপারেটিং সিস্টেম কি?
অপারেটিং সিস্টেম বলতে বুঝায় এমন সফটওয়্যারকে, যা একটি কম্পিউটারকে মানুষের নির্দেশনা বুঝতে সহায়তা করে এবং কম্পিউটার সে অনুযায়ী আউটপুট দেয়। তাছাড়াও কম্পিউটার এর মেমোরি, প্রসেসর এবং অন্যান্য সফটওয়্যারকে পরিচালনা করাও অপারেটিং সিস্টেম এর কাজ। অপারেটিং সিস্টেমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে এমনভাবে ডিজাইন করা হয় যাতে মানুষের দেয়া ইনপুটকে নিরিক্ষা করে কম্পিউটার এর কাজ সম্পাদন করতে পারে।
বিশ্বের প্রথম অপারেটিং সিস্টেম
প্রথম অপারেটিং সিস্টেম ছিলো GM-Naa I/O। নামটি শুনতে অদ্ভুত হলেও কাজ কিন্ত ছিলো অসাধারন। ১৯৫৬ সালে জেনারেল মটর নামক কোম্পানী। এই অপারেটিং সিস্টেম কে GMOS নামেও ডাকা হতো।
অপারেটিং সিস্টেম কত প্রকার ও কি কি?
পৃথিবীতে বহু ধরনের অপারেটিং সিস্টেম আছে। তবে সব অপারেটিং সিস্টেম সব কাজে ব্যাবহার হয় না এবং পরিচিত ও নয়। ব্যাবিহারকারীদের জন্য সহজলভ্য, সুবিধাজনক, পরিচিত এরকম কয়েকটি অপারেটিং সিস্টেম রয়েছে।এদের সিস্টেম সফটওয়্যার ও বলা হয়। অপারেটিং সিস্টেম প্রধান ৫ প্রকার হলো -
মাইক্রোসফট উইন্ডোজ
মাইক্রোসফট এর তৈরি মাইক্রোসফট উইন্ডোজ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যাবহৃত অপারেটিং সিস্টেম। পৃথিবীর বেশিরভাগ কম্পিউটার এর সাথে মাইক্রোসফট উইন্ডোজ ব্যাবহার করা হয়। প্রথম মাইক্রোসফট উইন্ডোজ এর সংস্ক্ররন ছিলো উইন্ডোজ OS, যা ১৯৮০ সালে সাধারন মানুষের ব্যাবহার এর জন্য উন্মুক্ত করা হয়েছিলো।
অ্যাপল IOS
অ্যাপল এর তৈরি এই অপারেটিং সিস্টেম অ্যাপল এর তৈরি মোবাইল, ট্যাবলেট এ থাকে। ভালো তথ্য নিরাপত্তাব্যবস্থার জন্য অ্যাপল এর তৈরি এই IOS বিখ্যাত।
অ্যাপল macOS
অ্যাপল কোম্পানির ডেভেলপ করা কম্পিউটার অপারেটিং সিস্টেম macOS। এই সিস্টেম কে আগে OS X নামে ও ডাকা হতো। অ্যাপল এর তৈরি সব ল্যাপটপ, কম্পিউটার এ macOS ব্যাবহার করা হয়। হ্যাকিং, ভাইরাস এর থেকে সুরক্ষা দেয়ার ক্ষমতার জন্য macOS বহুল পরিচিত।
অ্যান্ড্রয়েড
গুগল এর তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সবচেয়ে বেশি পরিচিত মোবাইল, ট্যাবলেট অপারেটিং সিস্টেম। অসংখ্য অ্যাপ্লিকেশন এই অপারেটিং সিস্টেম এর নিয়ন্ত্রণে চলতে পারে বলে অ্যান্ড্রয়েড এর ব্যাবহারকারী তুলনামূলক বেশি।
লিনাক্স
লিনাস টোরভাল্ডস নামক প্রোগ্রামার লিনাক্স অপারেটিং সিস্টেম প্রথম তৈরি করেছিলেন। লিনাক্স অপারেটিং সিস্টেম মূলত ব্যাবহার করে প্রোগ্রামার এবং করপোরেট অফিসগুলো। তবে একটি প্রশ্ন প্রায় সকলের মনেই ঘুরপাক খায়। লিনাক্স কি উইন্ডোজ এর চেয়ে পুরনো? উত্তর “না”।
অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে?
যখনই কোন কম্পিউটার কে চালু করা হয় তখন থেকে বন্ধ করা পর্যন্ত অপারেটিং সিস্টেম সক্রিয় থাকে এবং অন্যান্য সফটওয়্যারকে পরিচালনা করে। অপারেটিং সিস্টেম মূলত ব্যাবহারকারীর দেয়া নির্দেশনা কে অন্যান্য সফটওয়্যার ও হার্ডওয়্যার এ প্রেরন করে এবং আউটপুট দেতে সহায়তা করে। সিস্টেম এই সকল কাজগুলোকে সম্পাদনা করে বিভিন্ন ধাপে। ডিভাইসকে চালু করার সাথে সাথেই অপারেটিং সিস্টেম ম্যামোরি, হার্ডওয়্যার কে নীরিক্ষা করে এবং সব সচল থাকা নিশ্চিত করে।
এরপর কোন কমান্ড এর উপর ভিত্তি করে বিভিন্ন কাজকে কঠিন থেকে সহজ বা সহজ থেকে কঠিন, ক্রমাগতভাবে নিজের মধ্যে প্রসেস করে আলাদা আলাদা সফটওয়্যার ও হার্ডওয়্যার এ প্রেরন করে। ইনপুট হিসেবে অতিরিক্ত নির্দেশনা পেলে ম্যামরি এর ধারনক্ষমতা অনুযায়ী ক্রমাগতভাবে কাজ করাতে থাকে।
তাছাড়াও ডিভাইস এর বিভিন্ন অংশের উপর যাতে অতিরিক্ত চাপ না পরে ঠিক সেভাবেই অপারেটিং সিস্টেম ডিভাইসকে নির্দেশনা দিতে থাকে। এভাবে ব্যাবহারকারী এর দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে ডিভাইস থেকে সে তথ্য ইনপুট হিসেবে নিয়ে কম্পিউটার এর ভাষা থেকে মানুষের বোধগম্য ভাষায় রুপান্তর করে এবং তথ্যসমূহ প্রদান করে।
Share
More Blog Articles
Mar 04, 2024
রোবট এবং রোবটিক্স : বিস্ময়কর এক যান্ত্রিক রাজ্য
রোবটিক্স যদিও একটি শব্দ, কিন্ত কখনো কি চিন্তা করেছেন ছোট একটি শব্দে কত বিশাল একটি যান্ত্রিক পৃথিবী লুকিয়ে আছে! রোবটিক্স শব্দটি শোনলেই আমাদের মনের ভেতর একটা অন্য রকম অনুভূতি তৈরি হয়।
READ MORE
Mar 03, 2024
মডেম এর আদ্যোপান্ত
মডেম এর প্রধান কাজ তথ্য কে ডিজিটাল ও এনালগ সিগনাল এ রুপান্তর করা। এরা একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশন করতে পারে। মডেম মূলত একই সাথে বিভিন্ন চ্যানেল এ যুক্ত ডিভাইস সমূহে তথ্য প্রেরন করতে পারে।
READ MORE
Mar 05, 2024
ডায়োড : ডিজিটাল প্রযুক্তির ভিত্তি
ডায়োড মূলত ছোট আকারের বৈদ্যুতিক একটি যন্ত্র। এদের ব্যাবহার করা হয় বিপরীতমুখী তড়িৎ প্রবাহ রোধ এর জন্য। ডায়োড এর একপ্রান্ত নিম্ন রোধ ও অন্য প্রান্ত উচ্চ রোধ বিশিষ্ট হয়।
READ MORE