৭-১৭ বছর, বাংলা ভার্শন।
ইনোভেশন কিটের এই বক্সে যা যা থাকছে:
- অয়েলকাম লেটার
- ম্যানুয়াল বই
- এক্সপেরিমেন্টের জন্য সকল যন্ত্রপাতি
রেসিং কার পরিচিতিঃ
রেসিং কার একটি চমৎকার কার কিট যা ৭-১৭ বছরের শিশুদের জন্য হতে পারে ইলেকট্রনিক্সের প্রথম ধাপ। একটি কার কিভাবে চলে, সুইচ কিভাবে কাজ করে, গিয়ার মোটরের গিয়ার এবং মোটর কোথায় থাকে? কার কিভাবে সামনে এবং পিছনের দিকে যায়? এমন অসংখ্য প্রশ্নের বিজ্ঞান ভিত্তিক উত্তর আছে রেসিং কারটির ম্যানুয়ালে। নিজ হাতে রেসিং কার তৈরির মাধ্যমে এই কিটটি শিশুদেরকে দিবে ইলেকট্রনিক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে প্রাথমিক এবং মূল্যবান ধারনা।
সতর্কতাঃ
১। শর্ট-সার্কিট এড়াবার জন্য ব্যাটারির সাথে ফিমেইল কানেক্টর ব্যবহার করা হয়েছে তবুও ব্যাটারি ব্যবহারে সতর্ক থাকতে হবে, যেন কোন বিদ্যুৎ পরিবাহী পদার্থ ব্যাটারির পজেটিভ এবং নেগেটিভ প্রান্তে একই সময় স্পর্শ না করে।
২। রেসিং কার কে পানি থেকে দূরে রাখতে হবে।
৩। মোটর যুক্ত করার সময় মোটরের পোলারিটির দিকে খেয়াল রাখতে হবে।
৪। সার্কিট বিচ্ছিন্ন করার পর ব্যাটারিকে সাবধানে শুকনো কোন স্থানে সুরক্ষিত রাখতে হবে।
৫। বক্সে থাকা কোন উপাদান মুখের সংস্পর্শে আনা যাবে না।
৬। এই কিট টিতে সমস্ত প্রয়োজনীয় উপাদান ও সুরক্ষা সরঞ্জাম রয়েছে তারপর ও পিতামাতার নির্দেশনা এবং তত্ত্বাবধান প্রশংসনীয়।