৮-১৭ বছর, বাংলা ভার্শন।
ইনোভেশন কিটের এই বক্সে যা যা থাকছে:
- অয়েলকাম লেটার
- ম্যানুয়াল বই
- এক্সপেরিমেন্টের জন্য সকল যন্ত্রপাতি
রিমোট কন্ট্রোল কার পরিচিতিঃ
রিমোট কন্ট্রোল কারের প্রতি সকল ছেলে মেয়েদেরই থাকে প্রচণ্ড আগ্রহ কিন্তু এই গাড়িগুলার সবকিছু আগে থেকেই যুক্ত থাকায় তারা বুঝতে পারেনা এই গাড়ি গুলা কিভাবে চলে? কিভাবেই বা রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় একটি গাড়ি? রিমোট কন্ট্রোল কার কিট, ৮-১৭ বছরের শিক্ষার্থীদের জন্য তৈরি একটি “DIY” রিমোট কন্ট্রোল কার কিট। এই কিটটিতে থাকা গাড়ি তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও বাংলায় লেখা ছবি সহ ম্যানুয়ালের সাহায্যে তারা নিজ হাতেই তৈরি করতে পারবে একটি রিমোট কন্ট্রোল কার। এই কিটটি তাদেরকে সহযোগিতা করবে একটি গাড়ি কিভাবে চলে, কিভাবে তাকে নিয়ন্ত্রন করতে হয়? কিভাবে সহজে সার্কিট কানেকশন দিতে হয়? এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুজে বের করতে। এভাবে ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে লুকিয়ে থাকা উদ্ভাবনী ক্ষমতাকে বিকাশিত করায় এই কিটটির উদ্দেশ্য।
সতর্কতাঃ
১। শর্ট-সার্কিট এড়াবার জন্য ব্যাটারির সাথে ফিমেইল কানেক্টর ব্যবহার করা হয়েছে তবুও ব্যাটারি ব্যবহারে সতর্ক থাকতে হবে, যেন কোন বিদ্যুৎ পরিবাহী পদার্থ ব্যাটারির পজেটিভ এবং নেগেটিভ প্রান্তে একই সময় স্পর্শ না করে।
২। রিমোট কন্ট্রোল কার এবং রিমোটকে পানি থেকে দূরে রাখতে হবে।
৩। মোটর যুক্ত করবার সময় মোটরের পোলারিটির দিকে খেয়াল রাখতে হবে।
৪। সার্কিট বিচ্ছিন্ন করার পর ব্যাটারিকে সাবধানে শুকনো কোন স্থানে সুরক্ষিত রাখতে হবে।