৭-১৭ বছর, বাংলা ভার্শন, ২০ টি এক্সপেরিমেন্ট।ইনোভেশন কিটের এই বক্সে যা যা থাকছে- * অয়েলকাম লেটার * ম্যানুয়াল বই * এক্সপেরিমেন্টের জন্য সকল যন্ত্রপাতিতড়িৎ রহস্য পরিচিতিঃতড়িৎ রহস্য ৭-১৭ বছরের ছাত্র-ছাত্রীদের জন্য এমন একটি ইনোভেশন কিট যা তৈরি করা হয়েছে তড়িৎ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা হাতে কলমে করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মুখস্থ করার প্রবণতা কে কমিয়ে আনার উদ্দেশ্যে। এই কিটটি দূর করবে ছাত্র-ছাত্রীদের তড়িৎ ভীতি এবং তৈরি করবে তড়িৎ এর সাহায্যে নতুন কিছু আবিষ্কারের আগ্রহ। তড়িৎ রহস্য কিটটিতে যা কিছু আছেঃ ছাত্র-ছাত্রীরা অতি সহজেই বিদ্যুৎ সম্পর্কিত ২০টি মজার পরীক্ষা করতে পারবে।পরীক্ষা গুলো সফল ভাবে করার জন্য থাকবে ছবি সহ নির্দেশনা ম্যানুয়াল।প্রতিটি পরীক্ষার পেছনের লুকায়িত বৈজ্ঞানিক ব্যাখ্যা।মজার কিছু কুইজ এবং বিদ্যুৎ সম্পর্কিত কিছু বিস্ময়কর তথ্য।তড়িৎ রহস্যের মূল উদ্ঘাটনস্থির তড়িতের অদৃশ্য শক্তিচল তড়িৎ বৃত্তান্ত তড়িৎ চুম্বক ও মোটর রহস্যসৌর কোষইনোভেশন কিটের অনলাইন প্লাটফর্মঃ Website: www.innovationkit.netYoutube: @innovationkitFacebook: facebook.com/innovationkit.net Instagram: innovationkitTiktok: @innovationkit
সতর্কতাঃ১। ব্যাটারি হোল্ডারের সাথে যুক্ত দুই টি ক্রোকোডাইল ক্লিপ ব্যাটারি যুক্ত অবস্থায় যেন পরস্পরকে স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখতে হবে।২। পাখা ঘুরবার সময় হাত দিয়ে ধরা যাবে না।৩। বক্সে থাকা কোন উপাদান মুখের সংস্পর্শে আনা যাবে না।৪। এই কিট টিতে সমস্ত প্রয়োজনীয় উপাদান ও সুরক্ষা সরঞ্জাম রয়েছে তারপর ও পিতামাতার নির্দেশনা এবং তত্ত্বাবধান প্রশংসনীয়।৫। পানি নিয়ে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে।৬। সার্কিট বিচ্ছিন্ন করার সময় প্রথমে ব্যাটারি হোল্ডার থেকে ব্যাটারি বিচ্ছিন্ন করতে হবে ।
No Document Available.